দ্য ইনএফিকেসি অব ইসলামী ব্যাংকিং শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত
- ০৮ জুলাই ২০২৪, ০০:৪৩
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স (বিআইআইএফ) কর্তৃক দ্য ইনএফিকেসি অব ইসলামী ব্যাংকিং শীর্ষক ওয়েবিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ইকোনমিক্স, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের ওপর বিআইআইএফের লেকচার সিরিজের অংশ হিসেবে এই ওয়েবিনারের আয়োজন করা হয়।
বিআইআইএফের প্রতিষ্ঠাতা পরিচালক ড. এম আবদুল আজিজের সভাপতিত্বে এবং বিআইআইএফের রিসার্চ ফেলো অ্যান্ড ফ্যাকাল্টি ড. ফয়সাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্সের (সিআইই) পরিচালক প্রফেসর ড. মো: আসলাম হানিফ।
ড. আসলাম হানিফ বলেন, বিশ^জুড়ে ব্যাংকিং খাত নানাবিধ সঙ্কটে জর্জরিত। আর্থিক ব্যবস্থায় অস্থিরতা বিরাজ করছে। আর্থিক সঙ্কটের অনাকাক্সিক্ষত বাস্তবতার পেছেনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা দায়ী। এক দিকে আর্থিক খাতে পুরনো সিস্টেম আর স্বাভাবিকভাবে কাজ করছে না; অন্য দিকে অকার্যকর সিস্টেমগুলোর প্রতিস্থাপন হিসেবে নতুন নতুন সিস্টেমগুলোও যথাযথ হয়নি।
আলোচনায় আরো অংশ নেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. মো: আবদুল আউয়াল সরকার, ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের পরিচালক ড. মো: গোলজারে নবী, বিআইআইএফের সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ড. এস. এম. আলী আক্কাস, অ্যাম্ব্রিন সুলতান, ড. হাবিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা