১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আখেরাতমুখী জীবন গঠন করতে হবে : অধ্যাপক মুজিব

-

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সুন্দর সমাজের জন্য সুন্দর মানুষের প্রয়োজন। পরকালীন জবাবদিহিতার অনুভূতিই সেই মানুষ তৈরি করতে পারে। এটি নেই বলেই আজ আমাদের দেশ দুর্নীতিতে ডুবে আছে। বড় বড় পদে থাকা ব্যক্তিদের দুর্নীতির মহা-বিবরণ বের হচ্ছে। এজন্য দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আখেরাতমুখী জীবন গঠন করতে হবে। জামাতকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বের জন্য জামায়াতের কর্মীদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য সর্বপ্রথম নিজ পরিবারকে টার্গেট করে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকল প্রকার কর্মকাণ্ডের ব্যাপারে জবাবদিহীতার আওতায় আসতে হবে।
গতকাল জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন শাহবাগ রমনা জোনের রুকনপ্রার্থী ও অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব ও মোবারক হোসন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, এই সরকার জনগণের ভোট ও ভাতের অধিকার হরণ করেছে। দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করেছে। বারবার দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সীমাহীন দুর্নীতি ও টাকা পাচার করে দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ব্যাংকগুলো শূন্য হয়ে যাচ্ছে। যারা এই সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে দলীয় প্রশাসন দিয়ে মিথ্যা মামলায় জড়ানোসহ সীমাহীন নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে। ভোটার বিহীন তামাশার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আছে বলেই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই।
খিলগাঁও : জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ষাণ¥াসিক রুকন সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও পূর্ব থানা আমির আব্দুর রহমান সাজুর সভাপতিত্বে এবং খিলগাঁও পূর্ব থানা সেক্রেটারি আজম ফারুকের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও জোন পরিচালক মাওলানা আবু ফাহিম।
এ দিকে যাত্রাবাড়ী পূর্ব থানা শাখার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও যাত্রাবাড়ী পূর্ব থানা আমির শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, থানা সেক্রেটারি মাহফুজুর রহমান।


আরো সংবাদ



premium cement
গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার

সকল