১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফেনী ফোরাম ঢাকার সাধারণ সভা ও আজীবন সদস্য সম্মাননা

-

সুপ্রিমকোর্ট বার কাউন্সিল মিলনায়তনে ফেনী ফোরাম ঢাকার ‘সাধারণ সভা ও আজীবন সদস্য সম্মাননা ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ফোরাম ঢাকার উপদেষ্টা, ফেনীর প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। ফোরামের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা: মাহমুদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ডা: মো: ফখরুদ্দিন মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাবেক উপসচিব মো: শাহজাহান, বিশিষ্ট লেখক এবং গবেষক, দৈনিক সংগ্রামের ব্যাবস্থাপনা পরিচালক ড. মো: নুরুল আমীন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী এবং শ্রমিক নেতা সংগঠনের সহসভাপতি কবির আহম্মদ, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, তাকাফুল ইসলামিক ইন্সুরেন্সের সি ই ও এবং এমডি আবুল কালাম আযাদ, ফোরামের কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম মজুমদার, শাখাওয়াত হোসেন, মেসবাহ উদ্দিন সাঈদ, ইব্রাহিম বাহারী, এড. জসিম উদ্দিন তালুকদার, প্রফেসর আব্দুল হালিম, ড. আমান উদ্দিন মুজাহিদ, মনির উদ্দিন মণি, রাশেদুল হাসান রানা, মুহাম্মদ রেজাউল করিম, মাওলানা শরিফুল ইসলাম, সাইফুল কাদের, জি এম মুজাহিদ, তারেক মাহমুদ, ফয়জুল্লাহ নোমানী, মিকাঈল ইসলাম, হাফিজ উদ্দিন, তাসলিম আলম, আজীবন সদস্য ও সাধারণ সদস্যরা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সদস্যদের জন্য আকর্ষণীয় উপহার প্রদান অনুষ্ঠানকে আরো মনোমুগ্ধকর করে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement