১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হালদা নদীতে ভেসে উঠল ১৬ ও ১০ কেজি ওজনের দু’টি মরা মা মাছ

হালদা নদীতে ভেসে ওঠা মরা মাছ হাতে স্থানীয়রা : নয়া দিগন্ত -

দেশের রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম আহরণ উপযোগী একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে একের পর এক মরা মা মাছ ভেসে আসছে। গতকাল শুক্রবার সকালে ১৬ ও ১০ কেজি ওজনের দুইটি মা মাছ ভাসছিল হালদা নদীতে। একে রীতিমতো উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। হালদা বিশেষজ্ঞ ড. মো: শফিকুল ইসলাম জানিয়েছেন, হালদায় গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আবার দু’টি মরা কাতলা মা মাছ ভেসে উঠে। প্রথমটি হাটহাজারীর ১০নং ওয়ার্ডের উত্তর মাদার্শার কুমারখালী ঘাটে যার দৈর্ঘ্য ৯৮ সেমি. ও ওজন প্রায় ১৬ কেজি। অন্যটির কুমারখালী ঘাটের সামনে সুলতানা বাপের ঘাটে পাওয়া যায়। যার দৈর্ঘ্য ৮৫ সেমি. ও ওজন প্রায় ১০ কেজি।

এই হালদা বিশেষজ্ঞ জানান, প্রথম মাছটির কানকোর নিচে বড়শির আঘাতের চিহ্ন দেখা যায় এবং দ্বিতীয় মাছটি পচে গলে যাওয়ায় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, এটি হালদার স্বাস্থ্যব্যবস্থায় আঘাত। ইদানীং হালদায় মনুষ্যসৃষ্ট ধ্বংসাত্মক কর্মকাণ্ড বেড়েই চলেছে, যা হালদার জলজ বাস্তুতন্ত্রের জন্য অশনীসঙ্কেত। উল্লেখ্য, বিগত কয়েক দিনে হালদায় চারটি মা মাছ ও এক ডলফিনের মৃত্যু হয়েছে।


আরো সংবাদ



premium cement