সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে : নূরুল ইসলাম বুলবুল
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ জুন ২০২৪, ০১:৪০
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, দেশ আজ এক ক্রান্তিকাল পার করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমাহীন দুর্নীতি, অর্থনৈতিক সংকট, নানা অব্যবস্থাপনায় জনগণ দিশেহারা। সর্বোপরি সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশের নাগরিকদের আজ ন্যূনতম অধিকারও নেই। জীবন ও সম্পদের নিরাপত্তা নেই, ভোটের অধিকারসহ জনগণের সকল অধিকারই একে একে কেড়ে নেয়া হয়েছে। যারা জনগণের সম্পদ লুট করে, ইজ্জত লুট করে তারা কখনো দেশের রক্ষাকারী হতে পারে না। জনগণের অধিকার সুনিশ্চিত করতে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে একযোগে কাজ করতে হবে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সোমবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র থেকে সদ্য বিদায়ী ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ। এ সময় সদ্য বিদায়ী ছাত্র নেতৃবৃন্দকে ফুল ও বই উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেয়া হয় এবং নেতৃবৃন্দকে ছাত্রজীবনের ইসলামের রঙে রাঙ্গানো অতীতকে ধারণ করে বৃহত্তর অঙ্গণে দ্বীন প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়িত করতে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সিলেটে বন্যার্তদের মাঝে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের খাদ্যসামগ্রী উপহার প্রদান : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে গতকাল সিলেটে বন্যার্তদের মাঝে উপহারসামগ্রী প্রদান করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। এ সময় ড. হেলাল বলেন, দেশে এক দিকে সাধারণ মানুষ আরো দরিদ্র হচ্ছে অন্য দিকে সরকার একের পর এক বেনজির তৈরি করে যাচ্ছে। জনগণের সম্পদ আত্মসাৎ করে এরা সকলে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। এই বেনজিরদের কারা তৈরি করেছে। এভাবে অসংখ্য আওয়ামী লীগের চোর বাটপার বাংলাদেশের জনগণের সম্পদ লুটপাটে মরিয়া হয়ে আছে। তাদের প্রতিহত করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা: কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শ্রমিক নেতা আব্দুস সালাম, সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আলাউদ্দিন আবীর, সিলেট উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিনসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা