বগুড়ায় আ’লীগ নেতা গ্রেফতার হয়নি : শ্রমিক নেতা মিঠু রিমান্ডে
- বগুড়া অফিস
- ২৫ জুন ২০২৪, ০০:০৫
বগুড়ায় ঈদের রাতে আলোচিত জোড়া খুনের মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা টিপুসহ আর কোনো আসামি গ্রেফতার হয়নি। তবে প্রধান আসামি গ্রেফতারকৃত বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুসহ চার আসামির প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা রিমান্ড আবেদন শুনানির পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: শাহীনুজ্জামান। পুলিশ কর্মকর্তা বলেন, ‘জোড়া খুনের ঘটনায় গ্রেফতার সৈয়দ কবির আহম্মেদ মিঠু, শেখ সৌরভ, নাইম হোসেন ও আজবিন রিফাতকে সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিরা এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ওই চার আসামি ছাড়া আর কোনো গ্রেফতার নেই। আমরা বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি। গত ঈদের দিন (১৭ জুন) রাতে শহরের নিশিন্দারা এলাকায় মো: রুমন শেখ ও নোমান আহম্মেদ নামে দুই যুবককে গুলির পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত শরিফের মা মোছা: হেনা বেগম।
মামলার এজাহারে বগুড়া শহরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য সৈয়দ সার্জিল আহম্মেদ (টিপু), তার বড় ভাই ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ (মিঠু) এবং বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মো: মেহেদী হাসানসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, যাতায়াতের পথ বন্ধ করে সড়কে প্রাইভেট কার দাঁড় করানো নিয়ে আওয়ামী লীগ নেতার সাথে বিতণ্ডার জেরে বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় দুই তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় হোসাইন ওরফে বুলেট নামের আরেকজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় প্রধান আসামি শ্রমিক নেতা মিঠুসহ চারজন গ্রেফতার হলেও বাকি আসামিরা এখনো পলাতক রয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা