১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বকেয়া বিল আদায়ে পদক্ষেপ

চট্টগ্রাম রেল ভবন ও মেডিক্যাল কলেজ বিদ্যুৎ বিচ্ছিন্ন

-

বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করায় লাইন কেটে দেয়া হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল অফিস এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজের। তবে চালু আছে কলেজের অধীনে হাসপাতালের বিদ্যুৎসংযোগ। প্রতিষ্ঠান দু’টির কাছে বিপুল পরিমাণে বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পিডিবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: আকবর হোসেন।
গতকাল বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিতরণ বিভাগ। এতে ক্লাস-পরীক্ষাসহ নানা কার্যক্রম ব্যাহত হয়। সেখানকার ভেনম রিসার্চ সেন্টারে থাকা প্রায় ৩৫০টি সাপ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষিত সাপের বিষও নষ্ট হতে পারে। চমেকের প্রশাসনিক ভবন, দু’টি হোস্টেল, ভেনম রিসার্চ সেন্টার, ফরেনসিক ভবনে বিদ্যুৎবিহীন রয়েছে। ফলে ক্লাস, পরীক্ষা, গবেষণা সব ব্যাহত হচ্ছে। পিডিবি স্টেডিয়ামের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, চমেকের কাছে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা বিল বকেয়া রয়েছে। বারবার নোটিশ দেয়া হয়েছে। কাজ না হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পিডিবি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির ছয় মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ বিষয়ে ভেনম রিসার্চ সেন্টারের গবেষণা সহযোগী মিজানুর রহমান বলেন, আমরা জেনারেটরের ব্যবস্থা করার চেষ্টা করছি। কারণ তাপমাত্রার হেরফের হয়ে সাপ মারা যেতে পারে। ফ্রিজে থাকা সাপের বিষ নষ্ট হয়ে যেতে পারে।

বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়ে জানতে চাইলে চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা: সাহেনা আক্তার বলেন, বরাদ্দ না পেলে আমরা কিভাবে বিল পরিশোধ করব? বরাদ্দের জন্য বারবার মন্ত্রণালয় ও অধিদফতরে লিখেছি। টাকা পেলেই বকেয়া বিল পরিশোধ করা হবে।
পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, কলেজ কর্তৃপক্ষের বেশকিছু বিল বকেয়া থাকায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এর আগে বিল পরিশোধের জন্য কয়েকবার চিঠিও দেয়া হলেও সাড়া পাওয়া যায়নি।
এ দিকে দেড় কোটি টাকা বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎবিহীন অবস্থায় আছে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের কার্যালয়। ফলে অন্ধকারে মোমবাতি ও মোবাইলের আলো জ্বালিয়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন রেলওয়ের কর্মকর্তারা।
সোমবার সকাল সাড়ে ১০টায় রেলওয়ে পূর্বাঞ্চলের কার্যালয়ের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগের (দক্ষিণ) প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, বিগত ছয় মাসে রেলওয়ে পূর্বাঞ্চলের বকেয়া বিল দাঁড়িয়েছে প্রায় এক কোটি ৫৭ লাখ টাকায়। কয়েকবার নোটিশ দিলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement