১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
চাঁপাইনবাবগঞ্জে ঈদ পুনর্মিলনী

জাতির নেতৃত্ব দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে : নূরুল ইসলাম বুলবুল

চাপাইনবাবগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নুরুল ইসলাম বুলবুল -

ইসলামী কল্যাণ রাষ্ট্র ও আদর্শ জাতি গঠনে আপনাদেরই নেতৃত্ব দিতে হবে। যারা সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখেন, তাদেরকেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মানসিকতা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বের প্রয়োজনে নিজেকে প্রস্তুত করে ইকামাতে দ্বীনের পথে চলতে হবে। সমাজ পরিবর্তনের জন্য ভূমিকা রাখতে হলে নেতৃত্বের আসনে যারা থাকবেন তাদেরকেই ত্যাগ ও কোরবানির দিক থেকে সবার আগে এগিয়ে আসতে হবে, যেমনিভাবে হজরত ইব্রাহীম (আ:) জীবনের সব কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই মহান আল্লাহ তার দ্বীনের অনুসারীদের জাতির নেতৃত্বের আসনে সমাসীন করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে ঈদ-পরবর্তী এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আমির আব্দুল আলীম, সহকারী সেক্রেটারি আব্দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন হিসেবে আজ সব মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী তার গণমুখী সব প্রয়াস অব্যাহত রাখবে। আমরা ইসলামী সমাজ বিনির্মাণ করতে চাই। ইসলামী সমাজ বিনির্মাণের এই আন্দোলনে জুলুম নির্যাতন সহ্য করে সফলকাম হতে চাই। সে প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জসহ সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে আদর্শ জাতি ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
সিরাতুন্নবী সা: মানবজাতির জন্য একটি বিশ্বজনীন বার্তা : ধর্ম উপদেষ্টা এখন দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নাসের রহমান খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী

সকল