গাজী মিজানুর রহমানের পিএইচডি লাভ
- কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
- ২১ জুন ২০২৪, ০১:৪৩
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে টিয়াখালী গ্রামের কৃতী সন্তান গাজী মিজানুর রহমান পিএইচডি অর্জন করায় গত মঙ্গলবার কলাপাড়া প্রেস ক্লাব ইঞ্জিয়ার মো: তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে সংবর্ধনা প্রদান, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গাজী জামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক মণ্ডলী, গণমাধ্যমকর্মী, ব্যাঙ্কার, আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক ও ডিরেক্টর (উইঐডউ), পানি মন্ত্রণালয় সম্পদ গাজী মিজানুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে পিএইচডি লাভ করেছেন। তার গবেষণার শিরোনাম ছিল “independence of judiciary in Bangladesh: From 2009-2014.” এ ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অনার্স, মাস্টার্স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে এলএলবি (২য় বিভাগ) ডিগ্রি লাভ করেন। তিনি অধিকতর সফলতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা