১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বড়াইগ্রামে পৃথক সংঘর্ষে ১৩ জন আহত : কারাগারে ১১

-

নাটোরের বড়াইগ্রামের মশিন্দায় কৃষক বেলাল হত্যাকাণ্ডের জের এবং চান্দাই গ্রামে মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নেয়া পুকুরের মাছ চুরি নিয়ে পৃথক সংঘর্ষে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মোট ১১জনকে গ্রেফতার করেছে। গত সোমবার ঈদের নামাজ শেষে ও শনিবার সন্ধ্যায় এসব সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আহতরা হলেন-উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামের স্কুল শিক্ষক রাহাত আলমগীর হালিম (৪৮), তানিম হাসান (৫৩), মেহেদী হাসান রাহুল (৩৩), শাহরিয়ার নাফিজ (১৭) এবং নজরুল ইসলাম (৪৫)। এ ছাড়া অপর সংঘর্ষে আহতরা হলেন- চান্দাই গ্রামের হাফিজুর রহমান সজিব (৩৪), আশিক সরকার (২২), সাহেব আলী প্রামাণিক (৫৫), জাহিদুল ইসলাম (৫২) নায়েব আলী (৫০), সাকিব হোসেন (২২), উজ্জল মোল্লা (৫০) ও সুইট হোসেন (৩০)। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারাগারে পাঠানো আসামিরা হলেন, মশিন্দা গ্রামের ফজলু মিয়ার ছেলে মিঠু (৪৩), জলিল শাহর ছেলে সাদ্দাম শাহ (২৯), সোলায়মান হোসেনের ছেলে আব্দুল মতিন (৪৬) ও লোকমান হোসেনের ছেলে বাবর আলী (৩২)। অপরদিকে, হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পর আহত চান্দাই গ্রামের আকতারের ছেলে সাহেব আলী প্রামাণিক, জাহিদুল ইসলাম ও নায়েব আলী, সাহেব আলীর ছেলে সাকিব হোসেন, লুৎফর রহমানের ছেলে উজ্জল মোল্লা ও জাহিদুল ইসলামের ছেলে সুইট এবং আলপু সরকারের ছেলে ফিরোজ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বছর দেড়েক আগে মশিন্দা গ্রামে বেলাল হোসেন নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই মামলায় জামিনে থাকা তানিম হোসেনসহ অপর আসামিরা বেলালের বাড়ির কাছে ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে ঈদগাহ থেকে মাত্র ২০০ গজ দূরে বেলাল হোসেনের ছেলে আতাউর রহমান ও জলিল শাহর ছেলে শহীদুল ইসলাম শাহ’র নেতৃত্বে ২০-২৫ জন ব্যক্তি চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

 


আরো সংবাদ



premium cement
লজ্জার ধবলধোলাই বাংলাদেশ সিরিয়ার সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি ইসরাইলের ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা

সকল