১০০ সাবেক বিচারপতি ও আইনজীবীর স্মরণে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট রেফারেন্স ৪ জুলাই
- নিজস্ব প্রতিবেদক
- ২০ জুন ২০২৪, ০০:১৯
২০২২ সালের ১১ নভেম্বর থেকে গত ৩ জুন পর্যন্ত ইন্তেকাল করা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও আইনজীবীদের স্মরণে আগামী ৪ জুলাই ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা (১০০ জন) ২০২২ থেকে ২০২৪ সালে ইন্তেকাল করায় আগামী ৪ জুলাই সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতির আদালত কক্ষে এক ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
‘ফুল কোর্ট রেফারেন্স’ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের মরহুম বিচারপতি ও আইনজীবীদের স্মরণে তাদের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয় এবং রূহের মাগফিরাত কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা