মাইলস্টোন কলেজে গার্ল গাইডসের বৃক্ষরোপণ কর্মসূচি
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজধানী অঞ্চলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অতি প্রয়োজনীয় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন’ মাইলস্টোন কলেজ শাখা। গত ১১ জুন উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি সফলভাবে পালন করা হয়। কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, উপাধ্যক্ষ সালমা রউফ, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম এবং প্রশিক্ষক ইসতেআরা। গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মাইলস্টোন কলেজ শাখার রেঞ্জার গাইডার নূরুন নাহার’র তত্ত্বাবধানে কর্মসূচিতে গার্ল গাইডস’ মাইলস্টোন শাখার সব সদস্য অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা