সভাপতি আলী সম্পাদক আতিক
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
সোনালী ব্যাংক পিএলসির-২০১৫ ব্যাচের ৫৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আতিক। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কমিটির অনুমোদন দেয়া হয়।
এর আগে সোনালী ব্যাংক পিএলসির-২০১৫ ব্যাচের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন মো: আরিফুর রহমান এবং সদস্য সচিব ছিলেন শরিফুল ইসলাম। আহ্বায়ক কমিটি প্রায় ছয় মাস দায়িত্ব পালন শেষে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ, রাজিব প্রসাদ, মোর্শেদা খানম, মো: নাসির উদ্দিন সরদার ও ফারজানা তাসকিন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো: মেহেদি হাসান, মো: জাকির হোসেন, রকিবুল হাসান, মো: মিজানুর রহমান ও রাজিব বসাক এবং সাংগাঠনিক সম্পাদক হয়েছেন আবদুল লতিফ। এ ছাড়াও সোনালী ব্যাংক পিএলসি-২০১৫ ব্যাচের আরিফুর রহমানকে ১ নম্বর সদস্য করে ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা