১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
কনফারেন্স উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

হেইলিবারি ভালুকা বিশ্বমানের সুনাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে

-

ময়মনসিংহে হেইলিবারি ভালুকার স্থায়ী ক্যাম্পাসে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির-এমআইটির যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স’ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মানের বোর্ডিং স্কুল হেইলিবারি ভালুকার অডিটোরিয়ামে ফিতা কেটে কনফারেন্সের উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য এম এ ওয়াহেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ। বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেড মাস্টার সাইমন ও’ গ্রেডি, এমআইটির ফ্যাকাল্টি মেম্বার মি. ক্রিস্টোফার জেমস মায়ের, মি. ক্রিস্টিয়ান ইভান কার্ডোজো এভিলেস এবং মি. এডওয়ার্ড জন মোরিয়ার্টি। অনুষ্ঠানে ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম এ ফায়েজ, এমআইটির তিনজন ফ্যাকাল্টি ও ছয়জন গ্র্যাজুয়েটসসহ শিক্ষাবিদ, সাংবাদিক এবং ভারত, বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য এম এ ওয়াহেদ বলেন, ভালুকায় হেইলিবারির মতো আন্তর্জাতিক মানের বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করায় তিনি গর্বিত। এটি বিশ^মানের শিক্ষার্থী ও ভবিষ্যৎ সুনাগরিকে পরিণত করতে অগ্রণী ভূমিকা রাখবে। এজন্য স্থানীয় শিক্ষার্থীদের টিউশন ফি হ্রাস করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘আমাদের শিক্ষার্থীদেরকে কিভাবে উন্নত জীবন গড়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হয় তার অনুপ্রেরণা দিবে।’

সম্পূর্ণ আবাসিক পরিবেশে আয়োজিত এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্সে শিক্ষার্থীরা আন্ডার ওয়াটার রোবোটিক্স, এআই-পাওয়ারড হুইলচেয়ার এবং হ্যান্ডহেল্ড পলুউশন ম্যাপিং ডিভাইসসহ বিভিন্ন উদ্ভাবনীমূলক কার্যক্রম এবং সেগুলোর পরিচালনা সম্পর্কে হাতে কলমে জ্ঞান অর্জন করতে পারবে। এ ছাড়াও বিখ্যাত হ্যারিপটার সিরিজের আন্ডার ওয়াটার হ্যারিপটার কুইডিচ প্রতিযোগিতায়ও অংশ নেয়ার একটি অনন্য সুযোগ থাকছে অংশগ্রহণকারীদের জন্য। যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির এজারটন সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই ইন্টারন্যাশনাল কনফারেন্স চলবে ১৫ জুন পর্যন্ত। কনফারেন্সের শেষ দিনে অংশগ্রহণকারী সবাইকে এমআইটির এজারটন সেন্টারের পক্ষ থেকে সনদ প্রদান করা হবে। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম শতভাগ আবাসিক সুবিধাসহ আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে হেইলিবারি ভালুকা। যুক্তরাজ্যের ১৬৪ বছরের ঐতিহ্যবাহী শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হেইলিবারি কলেজ ইউকে ও বাংলাদেশের বেস্ট সার্ভিসেস লিমিটেডের যৌথ উদ্যোগে দেশে এই আবসিক স্কুলের কার্যক্রম পরিচালিত হবে।


আরো সংবাদ



premium cement