১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিদেশী অপারেটরের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দরের পিসিটি চালু

-

সৌদী আরবের রেড সী গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে (পিসিটি) অপারেশন শুরু করেছে। গতকাল সোমবার বিকেল তিনটায় মার্সক ড্যাবাও নামের একটি বানিজ্যিক জাহাজ পিসিটি জেটিতে নোঙ্গর করার মাধ্যমে আনুষ্ঠানিক টার্মিনাল অপারেশন শুরু করে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে বিদেশী অপারেটরের মাধ্যমে প্রথম বারের মতো চট্টগ্রাম বন্দরের কোনোও টার্মিনাল পরিচালনার সুচনা হলো। একই সাথে ‘ল্যান্ডলর্ড পোর্ট’ হিসেবে চট্টগ্রাম বন্দর আত্মপ্রকাশ করেছে বলেও মন্তব্য করেছেন বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, আমরা সার্বক্ষণিকভাবে বন্দরের সব কার্যক্রম নজরদারি করি। আরএসজিটি প্রথমবারের মতো অপারেশনে যাচ্ছে। এজন্য মার্সকলাইনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সব ইক্যুইপমেন্ট সংগ্রহ করবে দায়িত্ব পাওয়া বিদেশী প্রতিষ্ঠান। সব সরঞ্জাম সংগ্রহ করে পিসিটি পূর্ণ সক্ষমতায় যেতে আরো এক থেকে দেড় বছর সময় লাগতে পারে আমি আশা করছি। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের কাছ থেকে নির্দিষ্ট হারে চার্জ পাবে। আরএসজিটির প্রথম অপারেশনের মাধ্যমে চট্টগ্রাম বন্দর ইতিহাসে প্রথমবারের মতো ল্যান্ডলর্ড পোর্ট হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও তিনি মন্তব্য করেন।

আরএসজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিউন হাজি বলেন, বন্দরে আজকে মার্সক ড্যাবাও নামের একটি জাহাজ লোড করার মাধ্যমে আমরা আত্মপ্রকাশ করছি। আমরা পুরো কার্যক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা পেয়েছি। আশা করব, আগামীতে সব অপারেশনে আমরা সবার সহযোগিতা পাব।
প্রসঙ্গত প্রায় ১২শ’ কোটি টাকা ব্যয়ে বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এই টার্মিনাল পুরোদমে চালু হলে বছরে ৫ লাখ টিইইউএস (২০ ফুট সমমানের) কনটেইনার হ্যান্ডলিং করতে পারবে। টার্মিনালের জেটিতে অনায়াসেই ভিড়তে পারবে ১০ মিটার গভীরতার জাহাজ। গত বছরের ডিসেম্বরে সৌদী প্রতিষ্ঠান রেড সী গেটওয়ে টার্মিনাল বাংলাদেশ লিমিটেডের সাথে বন্দর কর্তৃপক্ষের সম্পাদিত কনসেশন চুক্তির আওতায় তারা টার্মিনালটি পরিচালনা করছে।

 


আরো সংবাদ



premium cement