কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে : শামসুল ইসলাম
- ০৮ জুন ২০২৪, ০১:১০
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, রাষ্ট্রব্যবস্থা যত দিন না কল্যাণমুখী হবে তত দিন পর্যন্ত দেশের নাগরিকরা তাদের কাক্সিক্ষত মর্যাদা ও মৌলিক অধিকার পাবে না। দেশের বৃহৎ জনগোষ্ঠী হিসেবে শ্রমিকদের রাষ্ট্রকে কল্যাণমুখী করার জন্য লড়াই করতে হবে। সব পেশার শ্রমিকরা ঐক্যবদ্ধ হলে রাষ্ট্রব্যবস্থাকে কল্যাণমুখী করা সহজ হবে।
গতকাল রাজধানীর একটি মিলনায়তনে ফেডারেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় ও ক্র্যাফট ফেডারেশনের নেতাদের জাতীয় কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, গোলাম রব্বানী, লস্কর মো: তসলিম, মনসুর রহমান, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আবদুস সালাম, মো: মহিব্বুল্লাহ, লুৎফর রহমান ও মুহাম্মদ ইসহাক প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা