চকরিয়ায় চিংড়ি ঘের দখল নিয়ে দু’পক্ষে বন্ধুকযুদ্ধ
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ০৮ জুন ২০২৪, ০১:০৯
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়ি জোন খ্যাত এলাকা চিরিঙ্গা চরন দ্বীপের রামপুর মৌজার বিরোধীয় চিংড়ি ঘের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। বিরোধীয় চিংড়ি ঘের দখল নিয়ে দু’পক্ষের মধ্য চলছে বন্ধুক যুদ্ধ। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে সারা রাত সাওদারঘোনা চিংড়ি জোনের রাবার ড্যাম্প এলাকায় চিংড়ি ঘের দখল নিয়ে গোলাগুলি ও বন্দুক যুদ্ধ চলেছে।
গত সংবাদ নির্বাচনের পর থেকে চকরিয়া উপকূলীয় চিংড়ি জোন এলাকায় চিংড়ি ঘের দখল-বেদখলের মহোৎসব শুরু হয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে।
যা গত উপজেলা নির্বাচনের পর থেকে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক দলের নেতাদের সহায়তায় একাধিক সন্ত্রাসী ও স্বশস্ত্র ভাড়াটিয়া ডাকাতদল এসব চিংড়ি ঘের দখলে মরিয়া হয়ে ওঠে। ইতিমধ্যে সংবদ্ধ ডাকাতরা চারশ একর চিংড়ি ঘেরসহ ৫০০ একরের মতো চিংড়ি ঘের দখল করে নেয়। ফলে চিংড়ি জোন এলাকার প্রকৃত চিংড়িচাষিরা ডাকাতদের গোলাগুলির ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এসব এলাকার প্রকৃত চিংড়ি ঘের মালিক ও চাষিরা জানান, গত সংসদ নির্বাচনের পর থেকে চকরিয়া চিংড়ি ঘেরে জোনখ্যাত এলাকায় দখলবাজ ডাকাত দলের ভয়ে ঘরে মালিক ও চাষিররা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। এতে এলাকার প্রকৃত বৈধভাবে চিংড়ি উৎপাদনকারীরাও তাদের চিংড়ি উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছেন।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গোলাগুলির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা