সেনাপ্রধানের সাথে সিয়েরা লিওন সশস্ত্রবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফের সৌজন্য সাক্ষাৎ
- ০৬ জুন ২০২৪, ০০:০৫
সিয়েরা লিওন সশস্ত্রবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লে. জেনারেল পিটার কাকোউ লাভাহুন গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের আগে জেনারেল পিটার কাকোউ লাভাহুন শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেন।
উল্লেখ্য, লে. জেনারেল পিটার কাভোউ লাভাহুন আজ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিতব্য ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অবলোকনের জন্য সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। আইএসপিআর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা