যে সমাজে গুণীজনের কদর নেই সেই সমাজে গুণীজন পয়দা হয় না
- চট্টগ্রাম ব্যুরো
- ০২ জুন ২০২৪, ০১:২৪
আজকাল দেশে গুণীজনের চর্চা নেই। যারা এ সমাজ ও দেশকে নিজের জীবন উজাড় করে ভালোবেসে গেছেন, দেশের উন্নয়ন ও কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন তাদের অবদানকে সমহিমায় স্মরণ করতে হবে। কারণ, যে সমাজে গুণীজনের কদর নেই সেই সমাজে গুণীজনের পয়দা হয় না। সুতরাং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গুণীজনের কৃতিত্ব ছড়িয়ে দেয়ার মধ্যদিয়ে তাদেরকে গুণী হয়ে গড়ে ওঠার প্রেরণা জোগাতে হবে। গুণীজনের স্মরণের মধ্যদিয়ে সমাজে গুণীজন তৈরি করতে হবে
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজ-সিআরপিএসের উদ্যোগে সেন্টারের দু’জন উপদেষ্টা দেশের বরেণ্য শিক্ষাবিদ, গবেষক ও ইতিহাসবিদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রথম মহাপরিচালক ও সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ভিসি প্রফেসর ড. মুঈন উদ-দীন আহমদ খান এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. শব্বির আহমদেরস্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আল-আযহারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক প্রফেসর, ইতিহাসবিদ ড. মোহাম্মদ মুহিবউল্লাহ ছিদ্দিকী। সভায় প্রধান আলোচক হিসেবে প্রফেসর ড. মুঈন উদ-দীন আহমদ খান-এর কর্মময় জীবনের উপর প্রবন্ধ পেশ করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এর সাবেক প্রো-ভিসি ও সিআরপিএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ। এতে মুখ্য আলোচক হিসেবে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন চট্টগ্রাম ট্যাক্সেস বার এসোসিয়েশন-এর সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু তাহের, চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সভাপতি আবৃত্তিশিল্পী মুহাম্মদ আমীরুল ইসলাম, প্রফেসর ড. মুঈন উদ-দীন আহমদ খান-এর কন্যা চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা: মালেকা আফরোজ ও জামাতা ওয়েস্টার্ন মেরিন সার্ভিসের ডিএমডি ইঞ্জিনিয়ার আরিফুর রহমান খান ।
প্রফেসর ড. শব্বির আহমদকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এর প্রফেসর ড. আবুল কালাম মুহাম্মদ শাহেদ। স্মরণ সভায় প্রফেসর ড. শব্বির আহমদের ২য় পুত্র ও চট্টগ্রাম সরকারি মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা: মুহাম্মদ হাবীব হাসান, চুনতী সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর দীন মুহাম্মদ মানিক, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের লেকচারার সায়েদ মাহমুদুল হাসান প্রমুখ আলোচনায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মরহুম দুই মনীষীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আল-আযহারী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সেন্টারের সেক্রেটারি রায়হান আজাদ ও সদস্য মুহাম্মদ ইউনুস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা