১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুমিল্লায় ভবনের ছাদ ধসে স্কুলছাত্র নিহত

কুমিল্লায় নির্মাণাধীন ছাদ ধসে ক্ষতিগ্রস্ত স্কুল। ইনসেটে নিহত ছাত্রের বাবার আহাজারি : নয়া দিগন্ত -

গতকাল কুমিল্লায় নির্মাণাধীন ভবনের ছাদের একাংশ ধসে স্কুলের উপর পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম সাইফুল ইসলাম সাগর (১০)। সে নগরীর শাকতলা এলাকার অলি হাসানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার জানান, সাগর নোয়াগাঁও চৌমুহনী এলাকার নূর আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। বৈরী আবহাওয়ার কারণে গতকাল পঞ্চম শ্রেণীর আর কোনো শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল না। স্কুলের পাশে একটি সাততলা ভবনের কাজ সম্প্রতি শেষ হয়েছে। ভবনের কাজ শেষ হলেও নতুন ভবন হিসেবে এর আশপাশে নিরাপত্তাবলয় ছিল না। ক্লাস চলাকালীন ভবনটির ছাদের একটি অংশ স্কুলের উপর ধসে পড়ে। স্কুলটি টিনশেড ছিল। এটি সরাসরি ক্লাসরুমে ওই শিশুর গায়ে পড়ে। এতে সাথে সাথে সে নিহত হয়।

 


আরো সংবাদ



premium cement