মনোয়ারা চেয়ারম্যান মিজানুর মহাসচিব
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ মে ২০২৪, ০১:২৪
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ২০২৪-২০২৯ সালের জন্য নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়েছে। ঢাকার ওয়ারীর খুদে পণ্ডিতের পাঠশালা অধ্যক্ষ মনোয়ারা ভূঁইয়াকে চেয়ারম্যান ও ঢাকার যাত্রাবাড়ীর রোজ গার্ডেন হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান সরকারকে মহাসচিব নির্বাচিত ঘোষণা করে ৬১ সদস্যবিশিষ্ট কমিটির সব সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার অ্যাসোসিয়েশনের নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক আলম হোসেন ধলপুরস্থ রোজ গার্ডেন হাইস্কুলের হলরুমে এক অনুষ্ঠানে এ ঘোষনা দেন। অ্যাসোসিয়েশনের অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- কো-চেয়ারম্যান মো: আব্দুল বাকি (ঢাকা), ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম (মেহেরপুর), মো: মামুনুর রশিদ (চুয়াডাঙ্গা), বিলকিছ আক্তার (ঢাকা), শ্যামল রায় (খুলনা), ডা: আব্দুল মাজেদ (ঢাকা), যুগ্ম মহাসচিব মো: ফারুক হোসেন (ঢাকা), অর্থ সম্পাদক মো: সাইফুল ইসলাম অনিক (ঢাকা), সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান (ঢাকা), শিক্ষা সম্পাদক আব্দুল আলীম (ঢাকা), প্রচার সম্পাদক সুভাস চন্দ্র শিকদার (ঢাকা), দফতর সম্পাদক আসাদুজ্জামান রিপন (ঢাকা) এ সময় নির্বাচিতরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা