বিমানবাহিনী নির্মিত গার্ডেন বাই দি রানওয়ে উদ্বোধন
- ২৫ মে ২০২৪, ০০:০০
বাংলাদেশ বিমানবাহিনীর ভৌত ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সৌন্দর্যবর্ধনের নিমিত্তে তেজগাঁও পুরাতন বিমানবন্দরসংলগ্ন রানওয়ে লেকটি সংস্কারকরত ‘গার্ডেন বাই দি রানওয়ে’ নামকরণ করা হয়। ‘গার্ডেন বাই দি রানওয়ে’-এর উদ্বোধন গতকাল অনুষ্ঠিত হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, এমপি প্রধান অতিথি হিসেবে ‘গার্ডেন বাই দি রানওয়ে’ শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী ও বিএএফ লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তাহমিদা হান্নান। এ ছাড়াও ওই অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধানরা, বিমানবাহিনী সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমানবাহিনীর ভৌত ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তেজগাঁও পুরাতন বিমানবন্দরসংলগ্ন রানওয়ে লেকটি সংস্কারকরত লেকের চার পাশ ঘিরে বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের ফলে অত্র এলাকায় এক মনোরম পরিবেশ তৈরি হয়েছে। ঘনবসতিপূর্ণ মেগাসিটিতে এই পার্কটি বিনোদনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে এবং দর্শনার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। আইএসপিআর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা