নিপুণের বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হবে
- সাংস্কৃতিক প্রতিবেদক
- ২৩ মে ২০২৪, ০০:০০
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠানের মাসখানেক পর অভিনেত্রী নিপুণ আক্তারের করা রিট নিয়ে উত্তাল এফডিসি। নির্বাচনের ফলাফলে সাধারণ সম্পাদক পদ নিয়ে নিপুণের আইনি পদক্ষেপের প্রতিবাদে নেমেছেন শিল্পীরা। এ নিয়ে গতকাল বিকেলে এফডিসিতে মিছিল করেছেন তারা। এরপর বৈঠকে বসে চলচ্চিত্রের ১৯ সংগঠন। বৈঠক শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে অবগত করা হয়।
এতে চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ডি এ তায়েব জানান, অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা করা হবে। কারণ হিসেবে তিনি নিপুণের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগ তুলেন। এসময় ডি এ তায়েব বলেন, ওনার (নিপুণ) বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হচ্ছে। আমার ভক্তরা তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করবে। তারা এরই মধ্যে সবকিছু রেডি করে ফেলেছে। ৫০১ ধারায় মামলা করবে। আমার ভক্তরা মনে করছে নিপুণ আমার মানহানি করেছেন।
এদিকে নিপুণের বিরুদ্ধে দুপুর থেকে এফডিসিতে কয়েক দফা মিছিল করেছেন শিল্পীরা। এ সময় নিপুণের শাস্তি দাবি করেন তারা।
এর আগে গত ১৯ এপ্রিল অনেকটা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এতে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হন। এসময় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার ফুলের শুভেচ্ছা জানান।
কমিটি দায়িত্ব নেয়ার প্রায় মাসখানেক পর উল্টো পথে হাঁটছেন নিপুণ। তার দাবি, শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি। নতুন কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন এই অভিনেত্রী। তার রিটের প্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। ফলে আপাতত ডিপজল এ পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা