আবারো মেয়র নির্বাচন করতে চান সাঈদ খোকন
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ মে ২০২৪, ০০:০৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আসন্ন নির্বাচনে আবারো মেয়র পদে নির্বাচন করতে চান মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক মিট দ্য প্রেসে তিনি এ কথা বলেন। আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সাঈদ খোকন প্রার্থী হতে উচ্ছুক কি না, এমন প্রশ্নের জবাবে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ডিএসসিসির সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি চান, তা হলে সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করব, ইনশা আল্লাহ।
‘এগিয়ে ছিল দক্ষিণ ঢাকা, স্মৃতির পাতায় ফিরে দেখা’ শীর্ষক এই মিট দ্য প্রেসের আয়োজন করে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। মিট দ্য প্রেসে ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে মোহাম্মদ সাঈদ খোকন তার সময়কালে ডিএসসিসিতে যেসব উন্নয়নমূলক কাজ করেছেন তা ফের নগরবাসীর মাঝে তুলে ধরেন।
বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ঢাকার কাঁচাবাজারে সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ করলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব। তিনি বলেন, কিছুদিন আগেও বয়লার মুরগি ১৫০ টাকা কেজি ছিল। আমার গরিব-দুঃখী মানুষ তা কিনে খেতে পারত। এখন সেই বয়লার মুরগি ২২৫ থেকে ২৫০ টাকায় চলে গেল। এটাকে কমানো সম্ভব; যদি কাঁচাবাজারগুলোতে চাঁদাবাজিটা বন্ধ করতে পারি।
পরে প্রশ্নোত্তর পর্বে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের আহবান জানিয়ে আসছি। আমার সংসদীয় এলাকার থানা-পুলিশ যখন চাঁদাবাজি বন্ধ করতে যায়, তখন চাঁদাবাজরা সংশ্লিষ্ট করপোরেশনের একটা কাগজ (সিটি টোল) দেখায় যে, তারা বৈধতা নিয়ে এই চাঁদাবাজিটা করছে। অর্থাৎ সিটি টোলের একটা প্রটেকশন তারা পায়। এই চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারের শাকসবজি থেকে শুরু করে মাছ, গোশত কম দামে কিনতে পারবেন নগরবাসী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা