১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিদ্ধিরগঞ্জে চিহ্নিত হয়নি স্কুলছাত্রী স্বপ্না হত্যার ঘাতক স্বজনদের মানববন্ধন

-

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ম শ্রেণীর ছাত্রী স্বপ্না হত্যার আসামি গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার পরিবার ও এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত স্বপ্না হত্যাকারীকে গ্রেফতারের দাবি, সুষ্ঠু বিচার ও নিরপরাধ কাউকে হয়রাণী না করার দাবি করেন। নিহত স্বপ্নার বাবা বলেন, আজকে হত্যার ১৩-১৪ দিন অতিবাহিত হয়ে গেছে। এখনো হত্যাকারীকে শনাক্ত করা যাচ্ছে না। এই মানববন্ধনের মাধ্যমে আমি দাবি করছি, সঠিক হত্যাকারীকে শনাক্ত করে তাকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। নিহতের মা বলেন, আর কারো সন্তান যেন এভাবে হত্যার শিকার না হয়, আর কোন মা-বাবার বুক খালি না হয়, প্রশাসনের কাছে সেই দাবি করছি। সেই সাথে প্রশাসন যেন দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার মেয়ের হত্যাকারীর বিচার করে, সেই দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে গত ২ মে নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয় স্কুলছাত্রী স্বপ্নার বস্তাবন্দী অর্ধগলিত লাশ। লাশটি উদ্ধার হয় স্বপ্নাদের বাড়ির সীমানা ঘেঁষা একটি পরিত্যক্ত জমি থেকে। ওই স্থান থেকে স্বপ্নাদের বসতঘরের দূরত্ব অনুমান ১০ মিটার। লাশ উদ্ধারের দুই দিন পর ৪ মে নিহতের মা শাহিনুর আক্তার বাদি হয়ে অজ্ঞাত আসামি দিয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের ১৫ দিন পেরিয়ে গেলেও স্বপ্নার ঘাতককে চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক শওকত জামিল। এ দিকে ঘটনার পর পুলিশ নিহত স্বপ্নার বাবা দেলোয়ার হোসেন খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে মামলা দায়েরের পরদিন পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। প্রথম দিকে স্বপ্না হত্যায় সন্দেহের তীর তার দিকেই ছিল। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার না করায় শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয় পুলিশ।


আরো সংবাদ



premium cement