তানযীমুল উম্মাহ হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব
- তুরাগ (ঢাকা) সংবাদদাতা
- ১৩ মে ২০২৪, ০০:০৫
কুরআনের হাফেজদের উৎসাহ দেয়া এবং তাদের বিশেষ মর্যাদায় ভূষিত করার লক্ষ্যে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে ১২তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন শাখার এক হাজার ২৩৪ জন হাফেজকে ক্রেস্ট, সনদ, পাগড়ি/অ্যাওয়ার্ড ব্যাগ দেয়া হয়। সেই সাথে তাদের বাবা-মাকেও সম্মাননা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: হাবিবুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফেজ ড. এ বি এম হিযবুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি আহমাদ বিন ইউসুফ, মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা নজরুল ইসলাম আল-মারুফ, তামীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি ড. আবু ইউসুফ খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. রফিকুল ইসলাম মাদানি, মিডিয়া ব্যক্তিত্ব মুখতার আহমেদ, মিডিয়া ব্যক্তিত্ব ড. মানজুরে ইলাহী, তামীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবদীন, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আহমাদ জাবেরী আল-মাদানি, মেসবাহুল উলুম কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মুহাম্মদ শাহজাহান মাদানি, নরসিংদী জামিয়া কাসেমিয়া মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল হাফেজ মাহমুদুল হাসান মাদানি, সোবহানবাগ শাহী জামে মসজিদের খতিব, মিডিয়া ব্যক্তিত্ব শাহ ওয়ালিউল্লাহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ, গোপালগঞ্জ কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদ, মিডিয়া ব্যক্তিত্ব ড. মোহাম্মদ সাইফুল্লাহ, চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মুফতি মহিউদ্দিন কাসেমী প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা