দাখিলে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার কৃতিত্বপূর্ণ ফলাফল
- চট্টগ্রাম ব্যুরো
- ১৩ মে ২০২৪, ০০:০৫
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা। ৯০.৪৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবারের দাখিল পরীক্ষায়।
ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী মাদরাসা থেকে ৩১৫ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয়েছে ২৮৫ জন। এর মধ্যে ১০০ জন পেয়েছে জিপিএ ৫, ১২৭ জন এ, ৪৬ জন এ মাইনাস এবং ১২ জন বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। কৃতিত্বপূর্ণ ও গৌরবময় ফলাফলের জন্য রাহবারে বায়তুশ শরফ, গভর্নিং বডির সভাপতি আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (মা:জি:আ:) ও মাদরাসার অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন এবং গভর্নিং বডির সদস্যরা, শিক্ষক-কর্মচারীরা ও সংশ্লিষ্ট সবার প্রতি এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ধন্যবাদ জানান। ইতঃপূর্বে ১৯৯১, ২০০০ ও ২০১৮ সালে এই মাদরাসা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা