১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বিডি ক্লিনের উদ্যোগ

রংপুরের শ্যামা সুন্দরী খাল বাঁচাতে পরিচ্ছন্নতা কার্যক্রম

-

রংপুর মহানগরীর লাইফ লাইন ১৩৩ বছরের ঐতিহ্যের স্মারক শ্যামা সুন্দরী খাল বাঁচাতে অবশেষে শুরু হলো পরিচ্ছন্নতা কার্যক্রম। সিটি করপোরেশনের উদ্যোগে এই কার্যক্রমে অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সারা দেশ থেকে আসা ১ হাজার স্বেচ্ছাসেবী। দিনভর কাজ করে পরিস্কার করা হয় খালের ৫ কিমি এলাকা। আর যেন ময়লা ফেলা না হয় সেজন্য সিটি করপোরেশনের কঠোর পদক্ষেপে দেখতে চান তারা। গতকাল বেলা ১১টায় নগরীর চেকপোস্টে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এর আগে স্টেডিয়ামে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র মোস্তফা ছাড়াও বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রেঞ্জ ডিআইজি মোহা আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিমলার রাজা জানকি বল্লভ সেনের মা শ্যামাসুন্দরী ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গেলে ১৮৯০ সালে মায়ের নামে রংপুর শহরের বুকচিরে ঘাঘট নদী থেকে ঘোকসা ঘাট পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটারের এই খাল খনন করেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল মশার হাত থেকে মুক্তি। কিন্তু ১৩৩ বছরের মাথায় সেই খাল এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দখল দূষণ আর দুর্গন্ধে নগরবাসীর প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই খাল। এ কারণে খালটি খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেয় সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে বিডি ক্লিন এই পরিষ্কার কার্যক্রম শুরু করেছে। মলমুত্র থেকে শুরু করে ময়লার সব কিছুই শ্যামাসুন্দরীতে আছে। বিডি ক্লিন বলছে, তাদের অতীতের সব মেগা পরিচ্ছন্নতা কার্যক্রমের থেকে ময়লার ধরণ আলাদা এই খালে। চেক পোস্ট থেকে শাপলা পর্যন্ত খালের ৫ কিলিমিটার অংশে ২১টি গ্রুপে বিভক্ত হয়ে শুরু হয় পরিচ্ছন্নতা কার্যক্রম। বিডি ক্লিনের সারা দেশ থেকে আসা ১ হাজার স্বেচ্ছাসেবী অংশ নেন। এসেছিলেন শিশু স্বেচ্ছাসেবীরাও। লজিস্টিক এবং চিকিৎসা সাপোর্ট দেয় সিটি করপোরেশন।
পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে বিডি ক্লিনের টাঙ্গাইল জেলা সমন্বয়ক ইমরান রহমান অনিম বলেন, শ্যামা সুন্দরীতে একদিনের ময়লা নয়, দীর্ঘদিনের ময়লা। সে কারণে শ্যামা সুন্দরী এখন অসুন্দরীতে পরিণত হয়েছে। এখানে সব ধরনের ময়লাই আমরা পেয়েছি। কাচের আস্তর থেকে শুরু করে সব ধরনের ময়লা। সাথে ড্রেনের ময়লাও আছে।
অপর অংশগ্রহণকারী বিডি ক্লিনের গাজিপুর সদর জোনের স্বেচ্ছাসেবী শেখ মুহাম্মদ মুশফিকুর আলম জানান, বিশেষ করে বিভিন্ন কোম্পানির প্লাস্টিক বোতল এবং পলিথিন দিয়ে ভরা শ্যামা সুন্দরী। চিপসের প্যাকেট। ওয়ান টাইম গ্লাস, থালা। বাজারের ময়লা, মুরগির চামড়া, গরুর চামড়া, পরিধেয় বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের ময়লা পাওয়া গেছে।
রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান চিকিৎসক ডা: কামরুজ্জামান ইবনে তাজ জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে দু’জন মেডিক্যাল অফিসার, দু’জন প্যারা মেডিক্যাাল অফিসার, দু’জন পোর্টার ম্যান, সিভিল সার্জন অফিস থেকে দু’জন মেডিক্যাল অফিসার ও দু’জন উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের নেতৃত্বে একটি স্থায়ী এবং দু’টি ভ্রাম্যমাণ টিম খালের দুই পাশে কাজ করে। ২১টি পয়েন্টে যেখানে যখন যে সমস্যা হয়, তখন সেখানে গিয়ে আমরা প্রাইমারি ট্রিটমেট দিই। এর মধ্যে যারা গুরুতর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেও যেন দ্রুত চিকিৎসা হয় সেখানেও একটি টিম কাজ করেছে। এর মধ্যে আরিফুল ও অনির্বান নামের দু’জন বিডি ক্লিনিকের স্বেচ্ছাসেবী হাসপাতালে ভর্তি আছেন।
এই উদ্যোগে খুশি নগরীর সাধারণ মানুষ। উদ্যোগ কার্যকর রাখতে আর যেন ময়লা ফেলানো না হয়, তা নিশ্চিতের দাবি তাদের। বিডি ক্লিনিও বলছে পরিচ্ছন্নতা টেকসই হলেই তারা স্বার্থক।
সার্বিক বিষয়ে বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রবি জানান, আমরা মূলত ফেসবুকের মাধ্যমে অর্গানাইজড। পরিবেশ রক্ষায় আমরা কাজ করছি। আমরা অনেক ধরনের কাজ করে থাকি। খাল পরিষ্কার করা, ময়লার ভাগাড়কে বাগানে রূপান্তর করা। ময়লা পরিষ্কার করার পর সেই জায়গার পরিচ্ছন্ন ছবি ফেসবুকে প্রচার করা। আমরা এসব কিছুই করেছি নাগরিক সচেতনার জন্য।
এই উদ্যোগ সম্পর্কে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, শ্যামা সুন্দরী নগরীর ফুসফুস। একে বাঁচানো না গেলে রংপুরকে বাঁচানো যাবে না। সেজন্য এই উদ্যোগ আমরা নিয়েছি। বিডি ক্লিনের এই কার্যক্রম একটা সূচনা মাত্র। এটাকে ধারাবাহিক করতে গেলে আমাদের নাগরিকদের ভূমিকা পজেটিভ লাগবে। আজকে বিডি ক্লিন পরিষ্কার করে গেল । কালকে আমি নোংরা করলাম। প্রতিদিন বিডি ক্লিন আসবে না। সেজন্য এটাকে আমরা মনিটরিং করব।


আরো সংবাদ



premium cement