হৃদয়বানদের সহায়তায় ক্যান্সার থেকে বাঁচতে পারেন ফাতেমা
- নিজস্ব প্রতিবেদক
- ১১ মে ২০২৪, ০২:০৫
সমাজের হৃদয়বান মানুষের একটু সাহায্য পেলে মরণব্যাধি ক্যান্সারের হাত থেকে বেঁচে যেতে পারেন এক মা। কেমো থেরাপির খরচ জোগাতে না পেরে ক্যান্সারে মৃত্যুর আগেই মানসিক যন্ত্রণায় ছটফট করছেন ফাতেমা আক্তার (৩৮) নামে ওই মা ও তার পুরো পরিবার। তাই বাধ্য হয়ে মানুষের কাছে হাত পাততে হচ্ছে তাদের।
ফাতেমার স্বামী মো: ইসহাক নারায়ণগঞ্জের একটি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক। এক ছেলে এক মেয়েকে নিয়ে সুখেই জীবন পার করছিলেন তিনি। গত বছর হঠাৎ তার শরীরে ব্রেস্ট টিউমার দেখা দেয়। পরে চিকিৎসকরা সেটিকে ক্যান্সার বলে জানান। এরপর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগে ব্লুু-ইউনিটে প্রফেসর ডা. মো: নাজির উদ্দিন মোল্লার অধীনে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ২১ দিন পর পর তার শরীরে কেমো দিতে হচ্ছে। এ পর্যন্ত চারটি নেয়া হয়েছে। বাকি রয়েছে আরো চারটি। এরপর রেডিও থেরাপি দিতে হবে। ইতিমধ্যে ফাতিমার চিকিৎসার পিছনে তার স্বামীর প্রায় সব টাকা শেষ হয়ে গেছে। যে বেতন পাচ্ছেন তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খাতে হচ্ছে তার। বর্তমানে এতটাই খারপ অবস্থা যাচ্ছে যে, সামনের কেমোগুলো দিতে পারবেন কি না সেটি নিশ্চিত নয়। সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাঁচার আকুতিতে সমাজের বিত্তবান ব্যক্তির কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি।
সাহায্য পাঠাবার ঠিকানা:
মোসা: ফাতেমা আক্তার, সঞ্চয়ী হিসাব নং- ২০৫০৮২৭০২০০০২৫১১৩
ইসলামী ব্যাংক, চাষাড়া উপ-শাখা, নারায়নগঞ্জ।
মোবাইল : ০১৭২৬-২৯২৯৮৯ (স্বামী)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা