চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় ধর্ষণ প্রেমিকসহ চালক গ্রেফতার
- চট্টগ্রাম ব্যুরো
- ০৮ মে ২০২৪, ০০:০৫
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ডবলমুরিং থানার পুলিশ সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ধর্ষিতার প্রেমিক ও অটোরিকশার চালককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন অটোরিকশার চালক আক্তার (৩০) ও ধর্ষিতার প্রেমিক সাগর (১৯)। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী নয়া দিগন্তকে বলেন, সোমবার সন্ধ্যায় ডবলমুরিং এলাকা থেকে সাগর নামে এক যুবক তার বান্ধবীকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আক্তারের অটোরিকশায় ওঠে। আক্তার আর সাগর আগে পূর্বপরিচিত। সন্ধ্যা ৭টার দিকে ইপিজেড এলাকার নির্জন রাস্তায় প্রথমে চলন্ত অটোরিকশায় সাগর তার প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক করে। পরে চালক আক্তার নির্জন জায়গায় গাড়ি থামিয়ে সাগর তার বান্ধবীকে মারধর ও ভয় দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করে এবং রাত ১১টায় ডবলমুরিং থানা এলাকায় তাদের নামিয়ে দিয়ে চলে যায়। এই পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। পুলিশের তৎপরতা টের পেয়ে ডবলমুরিং এলাকার মিস্ত্রীপাড়া লাল মসজিদের পাশে সিএনজি অটোরিকশা রেখে পালিয়ে যায় চালক আক্তার। এরপর ডবলমুরিং এলাকা থেকে সাগরকে গ্রেফতার করা হয়। পরে বন্দরটিলা এলাকায় আক্তারকে ধরতে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্তার ভোলায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। খবর পেয়ে ডবলমুরিং থানার কয়েকটি টিম বড়পোল, অলংকার, একে খান এবং ভাটিয়ারিতের বিভিন্ন বাসে তল্লাশি চালাতে থাকে। দিবাগত রাত ২টায় বাসে করে পালানোর সময় হালিশহরের বড়পোল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয় ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা