১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আহ্বায়ক ফরিদ, সদস্যসচিব শিমুল

আরতাস’র আহ্বায়ক কমিটি গঠন

-

দেশের জনশক্তি রফতানি, ট্রাভেল ও হজ এজেন্সিতে নিয়োজিত ব্যবসায়ীদের পারস্পরিক সম্পর্ক জোরদার ও সার্বিক কল্যাণে যাত্রা শুরু করা ‘এলায়েন্স অব রিক্রুটিং, ট্রাভেল অ্যান্ড হজ এজেন্সিস সোসাইটি’র (আরতাস) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে গোল্ডেন বেঙ্গল ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের স্বত্বাধিকারী ফরিদ আহমদ মজুমদারকে আহ্বায়ক ও রিক্রুটিং এজেন্সি মেম্বারস ক্লাবের আহ্বায়ক কে এম মোবারক উল্লাহ শিমুলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর একটি তারকা হোটেলে অনুষ্ঠিত সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। এর আগে সাবেক ‘ট্রাভেল অ্যান্ড হজ এজেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (তাওয়াফ)’-এর নাম পরিবর্তিত হয়ে নতুন করে আরতাস নামে সাংগঠনিক কার্যক্রম চালাতে মতবিনিময় সভায় উপস্থিত শতাধিক সদস্য মত প্রদান করেন।
মতবিনিময় সভার শুরুতে নিজেদের আন্ত:সম্পর্ক বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য দেন হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আটাব গণতান্ত্রিক ফোরামের প্যানেল প্রধান ফরিদ আহমদ মজুমদার।
জসিম উদ্দিন লিটনের সঞ্চলনায় মতবিনিময় সভায় হাবের নির্বাচন কমিশনের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ, বায়রার সাবেক ইসি সদস্য শহীদুল ইসলাম, বায়রার সাবেক ইসি সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, বায়রার সাবেক কল্যাণ সচিব আশ্রাফ উদ্দিন, রিক্রুটিং এজেন্সি মেম্বারস ক্লাবের আহ্বায়ক কে এম মোবারক উল্লাহ শিমুল, আটাবের সাবেক যুগ্ম-মহাসচিব সায়েম হাসান বাবু প্রমুখ বক্তৃতা করেন। সভায় জানানো হয়, গঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement