বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশীর মৃত্যু
- নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
- ০৭ মে ২০২৪, ০০:৫৪
বাহরাইনের মানামা শহরে নিজ বাসায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে অহিদ উল্লাহ (৪২) নামে নাঙ্গলকোটের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার বাহরাইনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে। বাসায় রান্না করতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে। নিহত অহিদ উল্লাহ উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে। আবদুল বারেকের ছয় সন্তানের মধ্যে অহিদ দ্বিতীয়। অহিদ উল্লাহ চার মেয়ে সন্তানের জনক, তার বড় মেয়ের বয়স ১১বছর ও ছোট মেয়ের বয়স মাত্র দু’দিন বলে জানান তার ভাই ঢাকার ব্যবসায়ী মহিববুল্লাহ।
অহিদ উল্লাহর মৃত্যুতে পরিবারের একমাত্র পুরুষ ও কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ওই প্রবাসীর স্ত্রী ও চার মেয়ে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা