১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নয়া দিগন্ত ইউনিট চিফ হামিম উল কবির ডেপুটি মীম ওয়ালীউল্লাহ্

নয়া দিগন্ত ইউনিট চিফ হামিম উল কবির ডেপুটি মীম ওয়ালীউল্লাহ্ -

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নয়া দিগন্ত ইউনিট চিফ পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র রিপোর্টার হামিম উল কবির এবং ডেপুটি ইউনিট চিফ নির্বাচিত হয়েছেন সহ-সম্পাদক মীম ওয়ালীউল্লাহ্। গতকাল সোমবার নয়া দিগন্তের বার্তা কক্ষে ডিইউজের নয়া দিগন্ত ইউনিটের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী ইউনিট চিফ আমীর হামযা চৌধুরী। ইউনিটের গত দুই বছরের কার্যক্রম তুলে ধরেন আমীর হামযা চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, সিনিয়র সহকারী সম্পাদক মুজতাহিদ ফরুকী, চিফ রিপোর্টার আবু সালেহ আকন এবং যুগ্ম বার্তা সম্পাদক ও বিএফইউজের সহসভাপতি মুহাম্মদ খায়রুল বাশার, অনলাইন সম্পাদক হাসান শরীফ, চিফ ফটো সাংবাদিক নাসিম শিকদার, ডিইউজের প্রচার সম্পাদক আবুল কালাম, ডিইউজের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আবুল হাশেম মজুমদার প্রমুখ।
সভা শেষে নয়া দিগন্ত ইউনিটের নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা করেন নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী । তাকে সহযোগিতা করেন সিনিয়র সহকারী সম্পাদক মুজতাহিদ ফারুকী ও যুগ্ম বার্তা সম্পাদক মুহাম্মদ খায়রুল বাশার। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement