সঙ্গীতজ্ঞ লোকমান হোসেন ফকিরের মৃত্যুবার্ষিকী আজ
- ২৩ এপ্রিল ২০২৪, ০০:৫৭
একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতজ্ঞ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী লোকমান হোসেন ফকিরের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। তিনি ১৯৯১ সালের আজকের দিনে ইন্তেকাল করেন। টাঙ্গাইলের বিখ্যাত ও সুপরিচিত ফকির পরিবারের সন্তান লোকমান হোসেন ফকির ১৯৩৪ সালে ২৭ ডিসেম্বর তৎকালীন গোপালপুর থানার অন্তর্গত ভূঞাপুরের (বর্তমানে উপজেলা) নিকরাইলে জন্মগ্রহণ করেন। লোকমান ফকির ছিলেন একাধারে সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। তিনি ১৯৬০ সালে বেতারের কণ্ঠশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন এবং ১৯৬৫ সালে বেতার ও টেলিভিশনের গীতিকবি এবং সুরকারের স্বীকৃতি লাভ করেন। গুণী এ শিল্পী অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। আবার জমবে মেলা বটতলা হাটখোলা, ঢেউ দিও না ঢেউ দিও না জলে, আঁকাবাঁকা মেঠোপথের পাশে যেথা, বাজানে কয় যাও, মাজানে কয় যাও, দিগন্ত দৃষ্টির শেষ অন্ত, আমি চোখের জলে লিখেছিলাম, প্রভৃতি লিখেছেন। লোকমান ফকিরের লেখায়-কথায়-সুরে অন্যান্য শিল্পী কণ্ঠে উল্লেখযোগ্য গানগুলো- অগ্রাণে সাত সকালে ভাঙে সবার ঘুম (উষা মুঙ্গেশকর), আমার ইচ্ছে করে বিশ্বজুড়ে এক পরিবার গড়তে, (উষা মুঙ্গেশকর), আমার একটি সাদা মানুষ দাও-যার রক্ত সাদা (ভূপেন (হাজারিকা)। ছায়াছবি ‘মলুয়া’, ‘চরিত্রহীন’ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ও পরিবেশক হিসেবে কাজ করে সুখ্যাতি অর্জন করেন লোকমান হোসেন ফকির। তিনি একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি তার জন্মভূমিতে শিক্ষাবিস্তারে উল্লেখযোগ্য অবদান হিসেবে শমসের ফকির বিশ্ববিদ্যালয় কলেজ, মমতাজ ফকির উচ্চবিদ্যালয়, বেগম ফকির উচ্চবিদ্যালয়, বেগম মমতাজ ফকির বালিকা উচ্চবিদ্যালয় ও ধনবাড়ীর মুশুদ্দিতে একটি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া তার ভাতিজা শিল্পপতি ফকির মাহবুব আনাম স্বপন ভূঞাপুর উপজেলা সদরে তার নামে লোকমান ফকির মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। গীতিকবি লোকমান ফকির রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো-‘আমি দিন গুনছি’, ‘লোকমান ফকিরের গান’, ‘জীবন যেমন’, ‘ভাবনা পারাপার’। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষে ফকির মাহবুব আনাম স্বপনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং শমসের ফকির বিশ্ববিদ্যালয় কলেজ ও লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজ তার স্মরণে স্মরণসভার আয়োজন করেছে। এছাড়া প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ ঢাকার পক্ষ থেকে তার রূহের মাগফিরাত কামনায় সবার নিকট অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা