১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুলের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

-

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে দলীয় কার্যালয়ে জেলার গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে স্থানীয় গোরস্থানে আমিনুল হকের কবর জিয়ারত করা হয়।
গোদাগাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি তাজমিলুর রহমান শেলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্য আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, গোদাগাড়ী পৌর বিএনপির সহসভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুনু প্রমুখ। অনুষ্ঠানে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। ২০১৯ সালের ২১ এপ্রিল ইন্তেকাল করেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক।


আরো সংবাদ



premium cement