চট্টগ্রামে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু
- চট্টগ্রাম ব্যুরো
- ২০ এপ্রিল ২০২৪, ০৩:২২
চট্টগ্রামের বোয়ালখালীতে মোছাম্মৎ সাফা নামে ছয় মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে। পরিবার জানিয়েছে, সে অসুস্থ ছিল না। বাড়িতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হিট স্ট্রোকে মারা গেছে। শুক্রবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। মোছাম্মৎ সাফা উপজেলার পশ্চিম শাকপুরা ২নং ওয়ার্ড আনজির মারটেক এলাকার মোহাম্মদ নিজাম উদ্দীনের সন্তান।
মারা যাওয়া শিশুর বাবা নিজাম উদ্দীন বলেন, ভোরে মায়ের বুকের দুধ পান করার কিছুক্ষণ পর সাফা ঘুমিয়ে পড়ে। সে সময় ঘরে বিদ্যুৎ ছিল না। সকাল ৭টায় মেয়েকে কোলে নেয়ার পর তার শরীর ঠাণ্ডা অনুভব হওয়ায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাক্তার সাবরিনা আকতার তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের ধারণা বিদ্যুৎ না থাকায় সে হিট স্ট্রোকে মারা গেছে।
তবে ডাক্তার সাবরিনা আকতার বলেন, হিট স্ট্রোকে মারা গেছে কি না সেটা পুরোপুরি বলা যাচ্ছে না। ময়নাতদন্ত করলে তার প্রতিবেদনের ভিত্তিতে বলা যাবে আসলে কী হয়েছিল শিশুটির।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা