১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চাটমোহরে মসজিদ কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

-

পাবনার চাটমোহর বেজপাটিয়াতা গ্রামের একটি মসজিদের কমিটি নিয়ে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার দুপুরে জুমার নামাজের পর পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেজপাটিয়াতা জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বেজপাটিয়াতা গ্রামের মোকসেদ আলী সরদার (৭০), তারিকুল ইসলাম (৪৫), আবদুল মমিন সরদার (৩৮), রাশিদুল মৃধা (৩৮), রাসেল আহমেদ (২৫), মাহবুব মোল্লা (৩৮), মনিরুজ্জামান (৪৫), মজনুর রহমান (৪৪), মাসুদ রানা (৩৭), জাহাঙ্গীর আলম খান (৩৬), সাজেদুল ইসলাম মোল্লা (৩৬), শরীফ খান (২২), আজাদুল ইসলাম (৩৫), আরিফ হোসেন খান (২৫), রাশেদুল খান (৫০), জাকির খান (৩৮), আব্দুর রাজ্জাক খান (৫৫) ও মিঠু সরদার (৪৩)।
এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বেজপাটিয়াতা গ্রামের কুসাই সরদারের ছেলে মজনু সরদার (৩৮), আবদুল মান্নানের ছেলে মাসুদ রানা (২৫), জুরান প্রামাণিকের ছেলে জিয়ার উদ্দিন (৭০), আবেদ আলীর ছেলে রওশন আলী মোল্লা (৪৬) ও নজিমুদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৪০)।
এলাকাবাসী জানায়, বেজপাটিয়াতা জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছে। মসজিদের নামে মৎস্য দফতরের ২০ বিঘা পুকুর জবরদখল করে রাখা হয়েছে; যা পূর্বে নিমগাছি প্রকল্পের আওতায় ছিল। কমিটি নিয়ে মামলা মোকদ্দমাও চলমান। সম্প্রতি সর্বসম্মতিক্রমে মোকছেদ আলী সরদারকে সভাপতি করে কমিটি গঠন করা হয়। কিন্তু একপক্ষ এ কমিটি না মেনে জিয়ার উদ্দিনকে সভাপতি করে স্বঘোষিত আরেকটি কমিটি করে মসজিদ ও পুকুর দখল নিয়ে নেয়। পুকুর লিজ দিয়ে হাতিয়ে নেয় মোটা টাকা। এ নিয়ে বিরোধ তুঙ্গে ওঠে।
এরই জের ধরে শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের ভেতর দু’পক্ষের মধ্যে বাগি¦তণ্ডার একপর্যায়ে জিয়াউদ্দিন গ্রুপ হামলা চালায় মোকছেদ গ্রুপের ওপর। মোকছেদ গ্রুপ প্রতিহত করলে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে শুক্রবার দিবাগত রাতে মোকসেদ আলী সরদার ১৮ জনকে বিবাদি করে এবং প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক ২৭ জনকে বাদি হয়ে চাটমোহর পৃথক দু’টি মামলা করেছেন। মামলা নম্বর ১০ ও ১১। মামলার এজাহারে দু’পক্ষের প্রায় একই রকম। উভয়ই দাবি করেছে, মসজিদের কমিটি নিয়ে জুমার নামাজের খুতবার আগে কথা বলাকে নিয়ে বাগি¦তণ্ডা শুরু হয়। এরই জের ধরে নামাজ শেষে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম রেজা বলেন, এ বিষয়ে উভয়পক্ষই থানায় মামলা করেছে। পাঁচজনকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement
হামাসের সাথে চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে

সকল