১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরকারি বাহিনীর জবাবদিহি নেই : জি এম কাদের

-

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন, ‘পার্বত্য এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তায় ব্যর্থ সরকার, সরকারের বাহিনীর জাঁকজমক আছে, সুযোগ সুবিধা আছে, কিন্তু কাজের ব্যাপারে জবাবদিহিতা নেই। তাদের জবাবদিহিতা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। শুধু সেখানেই নয়, দেশের সবখানেই একই অবস্থা, কোনো সেক্টরেরই জবাবদিহিতা নেই।
গতকাল বিকেলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিনের সফরে নিজ জেলায় এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় তার সাথে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, উপদেষ্টা ও জেলা আহ্বায়ক আলাউদ্দিন মিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সদস্যসচিব হাজি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, হাসানুজ্জামান নাজিমসহ জেলা ও মহানগর জাপা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি সার্কিট হাউজে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসান, এসপি ফেরদৌস আলী চৌধুরী ছাড়াও দলীয় নেতাকর্মীরা।
জিএম কাদের বলেন, ‘সেখানে ব্যাংক লুট করা হলো, অপহরণ করা হলো। সব থেকে বড় কথা হলো থানা আক্রমণ করা হলো। সেখান থেকে অস্ত্র লুট করা হলো। সেটা শুধু একদিনই শেষ হলো তা নয়, আবার পরবর্তীতে হলো। আমার কথা হলো কেউ এটা করতে পারে, কিন্তু করার সময় বাধাগ্রস্ত হওয়ার কথা। সেটা না হলেও করে যাওয়ার সময় বাধাগ্রস্ত হওয়ার কথা। অথবা ২/১ দিন পরে যখন এলো তখন ডেফেনিটলি বাধাগ্রস্ত করার প্রিপারেশন থাকা উচিত ছিল। কিন্তু সেটার কিছুই আমরা দেখলাম না। এর মাধ্যমে বুঝা যায়, সরকারি বাহিনীর জাঁকজকম আছে, সব কিছুই আছে। সুযোগ-সুবিধাও আছে। কিন্তু কাজের ব্যাপারে জবাবদিহিতা নেই। সার্বিকভাবে এই সরকারের কারো কোনো জবাবদিহিতা নেই। যে যার যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। দায়িত্বের ব্যাপারে উদাসীন পাওয়া যাচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা মনে করি যে, এই সামান্য ঘটনাই যদি সরকারকে এ রকম হিমশিম খেতে হয় তাহলে বড় ধরনের কোনো বিপদ হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো।’


আরো সংবাদ



premium cement