১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জি সিরিজ থেকে আসছে আদ্যন্তর ব্যান্ডের মৌলিক গান ‘অপেক্ষার চিঠি’

-

আত্মপ্রকাশের পর থেকেই প্রতিটি স্টেজ পারফরমেন্সে দারুণ সাড়া পেয়েছে ব্যাণ্ড ‘আদ্যন্তর’। অল্প সময়েই একটি বড় ফ্যানবেজও তৈরি করে ফেলেছে ১৮ থকে ১৯ বয়সী একদল স্বপ্নবাজ তরুণের গড়া ব্যাণ্ডটি।
যাত্রা শুরুর পর থেকেই আদ্যন্তর ব্যাণ্ড যেখানেই গেছে সেখানেই দর্শক মাতিয়েছে। সেই সাথে এই প্রশ্নটিও শুনতে হয়েছে ; কবে আসছে তাদের মৌলিক গান? ভক্তদের সেই অপেক্ষার পালা এবার ফুরাচ্ছে। ‘অপেক্ষার চিঠি’ শিরোনামে নিজেদের প্রথম মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছে আদ্যন্তর।
‘আঁধার খুঁজে যাই তোমায়, লিখে যাই কত কথা, তোমার অপেক্ষায় আমি আজও রয়ে যায়....’ এমন কথার গানটি ঈদের আগের দিন দেশের স্বনামধন্য মিউজিক লেবেল জি-সিরিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে।
গানটি স্পন্সর করেছে ‘লিড্স স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’। ইতোমধ্যে আদ্যন্তর ও জি-সিরিজের মধ্যে এ বিষয়ক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে আদ্যন্তর ব্যাণ্ডের সদস্যরা ছাড়াও জি-সিরিজের সিইও খাদেমুল জাহান, জি-সিরিজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক ভূঁইয়া খালেদ, প্রখ্যাত ব্যাণ্ড ফটোগ্রাফার ইমতিয়াজ আলম বেগ উপস্থিত ছিলেন।
‘অপেক্ষার চিঠি’ গানের জন্য আদ্যন্ত ব্যাণ্ডের ফটোশ্যুট করেছেন ইমতিয়াজ আলম বেগ। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর ব্যাণ্ড ফটোশ্যুট করলেন তিনি।
‘অপেক্ষার চিঠি’ গানের জন্য টি-শার্ট বাজারে ছাড়াছে জনপ্রিয় পোশাক ব্যাণ্ড হেভি মেটাল টি-শার্ট। টি-শার্টটি হেভি মেটালের ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করা যাবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement