১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
দুর্ঘটনা নাকি হত্যা?

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাবার পরে মারা গেল ছেলেও

-

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দিতে অজ্ঞাত একটি গাড়িচাপায় বাবার মৃত্যুর পরও ছেলেরও মৃত্যু হয়েছে। গতরাত ১১টার দিকে মারা যান তিনি। এর আগে রাত সাড়ে ৮টার দিকে মাঝকান্দির মাজেদা জুটমিলের সামনে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তার বাবা। নিহত ওই ব্যক্তিরা হলেন, শংকর মালো (৪২) ও ছেলে অন্তর মালো (২০)। তাদের বাড়ি সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামে। নিহত শংকর ওই গ্রামের মলিন মালোর ছেলে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন শংকর মালো। আর তার ছেলে অন্তর মালোকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর রাতে সেও মারা যায়। একটি মোটরসাইকেলযোগে তারা মধুখালীর দিকে যাচ্ছিলেন। তবে কিভাবে কিসের সাথে এই দুর্ঘটনা ঘটে তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বাড়ছে রহস্য : রাতের আঁধারে মোটরসাইকেলযোগে শংকর মালো ও তার ছেলে অন্তরের মৃত্যুর ঘটনা কি শুধুই সড়ক দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ জড়িত তা নিয়ে বাড়ছে রহস্য। একসাথে বাপ-বেটার মৃত্যুর পরে এ বিষয়টি উঠে আসে।

জানা গেছে, নিহত শংকর শহরের একটি জুয়েলারি দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।
রোববার রাতে তারা যেই মোটরসাইকেলটি চালিয়ে মাঝকান্দির পথে যাচ্ছিলেন সেটি দুই লাখ ৫৩ হাজার টাকা দামের একটি ইয়ামাহা এফজেড থ্রি মডেলের মোটরসাইকেল। শহরের যেই জুয়েলারি দোকানের হয়ে তারা কাজ করতেন সেই মালিকই তাদের কাজের সুবিধার্থে বাইকটি কিনে দেন।
রাতের আঁধারে রোববার রাতে তারা কী কারণে ওই পথে যাচ্ছিলেন এই রহস্য উদ্ঘাটনের সাথে কিভাবে কিসের সাথে এ দুর্ঘটনা ঘটে সেটি জানা গেলে পুরো রহস্য বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। দুই বছর আগে ডিবি পুলিশের একটি দল ফরিদপুর-খুলনা মহাসড়কের মাঝকান্দিতে বিপুল পরিমাণ সোনার গয়নাসহ শংকর ও এক নারীকে আটক করে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

 


আরো সংবাদ



premium cement
ভারতে মা ও শিশুদের মৃত্যুকে বাংলাদেশে হিন্দু নির্যাতন বলে প্রচার বিপরীত মেরুতে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ-লিটন দাস চেন্নাইয়ের হাসপাতালে আগুন, মৃত্যু শিশুসহ ৬ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু শহীদ দেলোয়ারের কবর ছুঁয়ে প্রতিদিনই আর্তবিলাপ করেন মা টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়নস ট্রফি! টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড রাশিয়ার চেচনিয়া অঞ্চলে ইউক্রেনের ড্রোন আঘাত : দাবি করছেন চেচনিয়ার নেতা এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরাইল! পাকিস্তান দলের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি

সকল