কাঁটাবন মসজিদ কমপ্লেক্সে গণ ইফতার
- ০২ এপ্রিল ২০২৪, ০৩:৪৬
বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ডক্টর খলিলুর রহমান মাদানী বলেছেন, দেখতে দেখতে পবিত্র রমজান আমাদের থেকে বিদায় নিতে চলেছে। তাকওয়া অর্জন ও আত্মসংযমের বিশেষ প্রস্তুতি নেয়ার এখনই সময়। আসুন সবাই মিলে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার প্রচেষ্টা চালাই এবং আল্লাহর ক্ষমার ভিখারি হয়ে আখেরাতমুখী জীবনযাপনে অভ্যস্ত হই।
গতকাল ইফতারির পূর্ব মুহূর্তে মসজিদ মিশন কমপ্লেক্সে গণইফতারিতে রোজাদারদের উদ্দেশে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, কাঁটাবন মসজিদে চলছে মাসব্যাপী গণ ইফতারির বর্ণাঢ্য আয়োজন। এ গণ ইফতার মাহফিলে রোজাদার, মুসাফির, কলেজ, ইউনিভার্সিটি ছাত্রদের সরব উপস্থিতি এক অন্যরকম মিলন মেলায় রূপ নেয়। প্রতিদিনের মতো গতকাল বাদ আসর থেকে আল-কুরআনের ২৫তম পারার সংক্ষিপ্ত তাফসির করেন বর্ষীয়ান মুফাসসিরে কুরআন মাওলানা কামরুল ইসলাম খান বরিশালী হুজুর। ইফতারের আগে দেশ জাতির জন্য বিশেষ দোয়া মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা