পার্বত্য চট্টগ্রামের ষষ্ঠ বৌদ্ধ শংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
- বান্দরবান প্রতিনিধি
- ৩১ মার্চ ২০২৪, ০২:০৩
পার্বত্য চট্টগ্রামের ষষ্ঠ বৌদ্ধ শংঘরাজ ও রোয়াংছড়ি উপজেলার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত বিচারিন্দ মহারথেরোর অন্তোষ্টিক্রিয়া নানা আয়োজনে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে দু’দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৃতদেহকে নিয়ে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সুইং নিত্য, পূজা অর্চনা আর প্রার্থনার মধ্য দিয়ে এই অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়। শনিবার বিকেলে ডং বাজীর মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুর লাশ পোড়ানো হয়। এর আগে মারমা তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে প্রতীকী কফিন নিয়ে সুইং নৃত্য করে। জেলার বিভিন্ন জায়গার সুইং দল এতে অংশ নেয়। এই অনুষ্ঠানে লাধিক মানুষ ভিড় জামায় রোয়াংছড়িতে। মৃত্যুর ছয় মাস পর এই বৌদ্ধ ভিক্ষুর অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হলো। ২০২৩ সালের পয়লা সেপ্টেম্বর জ্যেষ্ঠ এই বৌদ্ধ ভিক্ষু পরলোক গমন করেন। ঐতিহ্যবাহী রীতিতে বিশেষ প্রক্রিয়ায় লাশ এত দিন কফিনে সংরক্ষণ করা হয়েছিল। এই অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সোহেল আহমেদ, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা