নিঝুমদ্বীপ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ
- নোয়াখালী অফিস
- ২৯ মার্চ ২০২৪, ০০:০৫
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে গত কাল বৃহস্পতিবার একটি পুকুরে অন্য মাছের সাথে ধরা পড়েছে ১০০টি ইলিশ মাছ। এ সময় ইলিশ মাছ দেখার জন্য মানুষের ভিড় জমে যায়। তার আগে গত বুধবার এ পুকুরে আরো ১০ কেজি ইলিশ ধরা পড়ে। এলাকাবাসী জানান, উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুগান্তর কিল্লা গুচ্ছগ্রামে একটি বড় পুকুর রয়েছে। স্থানীয় ৪০টি পরিবার পুকুরটি ব্যবহার করে। পুকুরটি বন্দোবস্ত নেয় নিঝুম দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান। বিশাল এ পুকুরে গত সাত দিন ধরে সেচ দিয়ে পানি নিষ্কাশন করছেন তিনি। পানি কমে এলে গত বুধবার বিকেলে জেলেদের জাল দিয়ে মাছ ধরেন তিনি। এ সময় অন্য মাছের সাথে ৫০০-৬০০ গ্রাম ওজনের ১০ কেজি ইলিশ মাছ ধরা পড়ে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুকুরের পানি নিষ্কাশন শেষ হলে আরো ১০০টি ইলিশ ধরা পড়ে ।
বিগত বছরগুলোতেও এই পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা নাজমুল বলেন, ২০২২ সালে প্রথম ধাপে ৩৫টি ইলিশ পাওয়া গেছে। সে সময় মাছগুলো দেখতে অনেক মানুষ ভিড় জমায়। সেচের কাজ শেষ হলে আরো মাছ পাওয়া যাবে ধারণা করছেন এলাকাবাসী। পুকুরের ইজারাদার আবদুল মান্নান বলেন, সাত দিন ধরে পুকুরটি সেচের জন্য মেশিন ব্যবহার করছি। গত বুধবার বিকেলে পুরো পুকুরে জেলেদের দিয়ে জাল ফেলানো হয়েছে। জালে অন্য মাছের সাথে ১০ কেজি ইলিশ ধরা পড়ে এবং গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আরো ১০০টি ইলিশ ধরা পড়েছে। নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বিষয়টি নিশ্চিত করে বলেন প্রতি বছর ঘূর্ণিঝড়সহ বিভিন্ন সময় জোয়ারে নিঝুম দ্বীপের প্রায় সব পুকুর তলিয়ে যায়। এ সময় পুকুরে ইলিশ মাছ প্রবেশ করে। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, পুকুরে ইলিশ হয় বিষয়টি এমন নয়। মূলত জোয়ারের পানি প্রবেশ করায় ইলিশ পুকুরে এসেছে। নিঝুম দ্বীপ নিম্নাঞ্চল, তাই জোয়ারে প্লাবিত হয়। পুকুরটি যখন প্লাবিত হয়েছে, তখন ইলিশ প্রবেশ করেছে। এ ছাড়া আলাদা কিছু এখানে নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা