১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আরইউজের অনুষ্ঠানে বক্তারা

গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রধান বাধা গণতন্ত্রের অনুপস্থিতি

-

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রধান বাধা হলো গণতন্ত্রের অনুপস্থিতি। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তাই বর্তমানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, ডক্টরর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রাজশাহী জেলা সভাপতি ডা: ওয়াসিম হোসেন, আরইউজের সাবেক সভাপতি, লেখক ও গবেষক সরদার আবদুর রহমান, জমজম ইসলামী হাসপাতালের পরিচালক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, সাবেক সহসভাপতি আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, নির্বাহী সদস্য সোহেল মাহবুব প্রমুখ। এতে অন্যদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে। পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে হবে। আর অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হবে।
তারা আরো বলেন, গত ১৫ বছরে অন্তত ৬০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। জেলে পাঠানো হয়েছে অনেক সাংবাদিককে। সত্য প্রকাশ কিংবা পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে হামলা-মামলা ও নিষ্ঠুর জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন বহু সাংবাদিক। এমনকি কখনো কখনো প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হচ্ছে। কিন্তু এ অবস্থা আর চলতে পারে না।
এ সময় বক্তারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ, আধিপত্যবাদ ও ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement