০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ

-

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত শিক্ষকদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ১৯ নভেম্বর, থেকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হয়েছে। ব্যবসায় প্রশাসন, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ন্যাচারাল সায়েন্সসহ বিভিন্ন বিভাগে নবনিযুক্ত মোট ১৪ জন শিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। ফ্যাকাল্টি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: নূরল আনোয়ার। তিনি বলেন, ‘শিক্ষকতার পেশায় ত্যাগ করার মানসিকতা থাকতে হবে। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জ্ঞানের পাশাপাশি নৈতিক মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে হবে’। বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুনের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শুধু শিক্ষকদের নয়, শিক্ষার্থীরাও যাতে নিয়মকানুন মেনে চলে সে দিকে লক্ষ্য রাখতে হবে। এ কর্মশালার আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায় ও রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান। তারা বলেন, “উচ্চ মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার জন্য শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নাই। নতুন শিক্ষকদের লেসন প্ল্যানিংয়ের ক্ষেত্রে এ প্রশিক্ষণ কর্মশালা উপকারি বলে উল্লেখ করেন এবং শিক্ষকদের পূর্বপ্রস্তুতি নেয়ার পরামর্শ দেন। ওই কর্মশালার সমন্বয়ক হিসেবে আছেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সেন্টার ফর ট্রেনিং, ডেভেলপমেন্ট, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্টের কো-অর্ডিনেটর মো: মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডিন প্রফেসর ড. মো: ফসিউল আলম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement