নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি
- ৩০ সেপ্টেম্বর ঢাকায় খেলাফত আন্দোলনের গণমিছিল
- ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করবে খেলাফত আন্দোলন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আলেম-উলামাদের উপর হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং আল্লাহ ও রাসূলুল্লাহ সা: কে নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির আইন পাস করার দাবিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী কর্মসূচিতে যোগদান ও সফল করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল কামরাঙ্গীরচরস্থ মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় বুধ, বৃহস্পতি ও শুক্রবার ঢাকা মহানগরের থানাগুলোতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়। মহানগর সাধারণ সম্পাদক মোফাচ্ছির হোসাইনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুগ্ম সম্পাদক মুফতি আ ফ ম আকরাম হোসাইন, যুব আন্দোলন নেতা মাওলানা মাসুদুর রহমান, প্রচার সম্পাদক মুফতি জসীম উদ্দিন, সহপ্রচার সম্পাদক মাস্টার শরীফুল ইসলাম, দাওয়াত ও তাবলীগ সম্পাদক মাওলানা তানজীল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা