২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`
ছাত্রলীগ পরিচয়ে ফিলিংস্টেশনে হামলা

সিলেটে প্রতিবাদ ও ৫ দফা দাবিতে ট্যাংক-লরি মিছিল, ধর্মঘটের হুমকি

-


সিলেটে ছাত্রলীগ পরিচয়ে একটি সিএনজি ফিলিংস্টেশন ও পাম্পে হামলার প্রতিবাদ এবং পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছে বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এরই অংশ হিসেবে গতকাল বুধবার বেলা ১১টার দিকে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে ট্যাংক-লরি নিয়ে মিছিল শুরু হয়। এ সময় ট্যাংক-লরিগুলোর সামনে পাঁচ দফা দাবি সংবলিত ব্যানার দেখা যায়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরের বন্দরবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে মিছিলে নেতৃত্ব দেয়া নেতারা সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেন।

দাবিগুলো হলো, পেট্রলপাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করা, মালিক ও শ্রমিকদের নিরাপত্তা, সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করা, এসএমপির শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার, ফিলিংস্টেশন ও ট্যাংক-লরি থেকে চাঁদাবাজি বন্ধ করা।
বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী বলেন, পাঁচ দফা দাবি জানিয়ে তারা স্মারকলিপি দিয়েছেন। দাবি না মানলে আগামী রোববার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, মামলার পরও আসামিরা বিভিন্ন ভাবে আতঙ্ক সৃষ্টি করছে। এ জন্য তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।

২৬ মে সিলেট সদর উপজেলার পীরেরবাজার আর রহমান অ্যান্ড সন্স ফিলিংস্টেশনে হামলার ঘটনা ঘটে। এতে ফিলিংস্টেশনের কয়েকজন কর্মী আহত হন। ফিলিংস্টেশনের কর্মীদের দাবি, সরকারদলীয় ছাত্রসংগঠনের নামে কয়েকজন সন্ত্রাসী ক্রেতাদের সারি ভেঙে ফিলিংস্টেশনে প্রবেশ করে। এ সময় স্টেশনের দায়িত্বে থাকা কর্মীরা বাধা দিলে তারা হামলা ও মারধরের শিকার হন। এ ঘটনার পরদিন ফিলিংস্টেশনের মালিকপক্ষ মামলা করে। সেই সাথে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানায়। দাবি না মানলে আগামী রোববার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
বক্তব্য দিতে উঠে জ্ঞান হারালেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২১.১৫ বিলিয়ন ডলার নোয়াখালীতে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১ আ’লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে : প্রধানমন্ত্রী তামিম ইস্যুতে মুখ খুললেন আশরাফুল ফরিদপুর বিভাগীয় রোডমার্চ : গোয়ালন্দ মোড়ে বিএনপির প্রস্তুতি সভা বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্য উদ্বেগের কারণ : সিপিডি মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন : এক প্রার্থী চীনপন্থী, অন্য প্রার্থী ভারতপন্থী বিশ্বকাপ অক্ষুণ্ন রেখে অভিজাত গ্রুপে যোগ দিতে চায় ইংল্যান্ড সিরাতুন্নবী সা: উপলক্ষে শিবিরের আলোচনা সভা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ধর্মীয় শোভাযাত্রা

সকল