২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯ আশ্বিন ১৪৩০, ০৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

রাজশাহীতে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের মানববন্ধন

-


পাঁচ দফা দাবি আদায়ে রাজশাহীতে আবারো আন্দোলন শুরু করেছেন সিনিয়র স্টাফ নার্স, ইন্টার্ন নার্স এবং সরকারি-বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুরের দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সামনে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিক্ষুব্ধ সিনিয়র নার্সরা ছাড়াও প্রায় ২০টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এতে সংহতি প্রকাশ করে বেশ কিছু সংগঠন। এ দিকে কর্মসূচি চলাকালে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে বিড়ম্বনায় পড়েন বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিংয়ের মর্যাদাহানি করে হাস্যকার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ডিপ্লোমা-ইন-পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টরা সমমান মর্যাদায় নার্সিং পেশায় ঢুকলে ধ্বংস হয়ে যাবে দেশের স্বাস্থ্য খাত। ভুগতে হবে গোটা জাতিকে। এ প্রজ্ঞাপন মেনে নেয়া যায় না। কর্মসূচিতে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- সম্প্রতি জারি হওয়া প্রজ্ঞাপন বাতিল করে ডিপ্লোমা-ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তর করা, গ্র্যাজুয়েট নার্সদের জন্য নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস (সেবা ক্যাডার) চালু ও প্রথম শ্রেণীর শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করা, সরকারি চাকরিতে কর্মরত নার্সদের মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা নিশ্চিত করা, অন্যান্য টেকনিক্যাল পেশাজীবীদের মতো আগে প্রদানকৃত চাকরির শুরুতে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুবিধা বহাল রাখা, নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করা এবং নীতিমালা না মেনে গড়ে ওঠা বেসরকারি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনুমোদন বাতিল ও দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। অবিলম্বে এসব দাবি মানা না হলে রাজশাহীতে আবারো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নার্স নেতারা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনএর রাজশাহী বিভাগীয় সহসভাপতি মোছা: শাহাদাতুন নূর। অন্যদের মধ্যে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক তুষার হোসেন, নার্সিং শিক্ষার্থীদের সংগঠন এসবিজিএসএনর বিভাগীয় সভাপতি হাবিব উল্লাহ, রাজশাহী নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মুশফিকুর রহমান কানন, ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন রাজশাহীর সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আয়েশা আক্তার, বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তাদির হোসাইন রাজু, ইন্টার্ন নার্স আলফারা ফেরদাউস, লাবীবা তালুকদার, মোছা: রিমা খাতুন, ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থী মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

 

 


আরো সংবাদ



premium cement
সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য পুরস্কার পেল ইসলামী ব্যাংক আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ৩০ জন আহত সখীপুরে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে যুবক নিহত অভিবাসন ইস্যুতে জার্মানির ওপর ক্ষুব্ধ ইতালি বাংলাদেশে ভিসানীতিতে যুক্ত হবে গণমাধ্যমও : পিটার হাস শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর মেসির অভিযোগ অস্বীকার করেছে পিএসজি জনগণের মতামতের ওপর ভিত্তি করেই গণতন্ত্রের পথরেখা নির্ধারিত হবে : কাদের বিআইডব্লিউটিএ'র অতিরিক্ত পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে দুদক এবার নেদারল্যান্ডসে কোরআন অবমাননা

সকল