সিআইইউতে স্বাধীনতা দিবসে আলোচনা সভা
- ২৭ মার্চ ২০২৩, ০০:০৫
মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ভিসি ড. মাহফুজুল হক চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনা জরুরি। একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রগঠনে প্রত্যেককে তার নিজের ইতিবাচক চিন্তার প্রতিফলন ঘটাতে হবে।
রোববার সকালে নগরের জামাল খান ক্যাম্পাসের কনফারেন্স রুমে সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটি দিনটি উদযাপন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ভিসি। বক্তব্যে ভিসি দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পশ্চিম পাকিস্তানি শাসকরা বাঙালিদের ওপর যে শোষণ চালিয়েছে তার চিত্র তুলে ধরেন। বলেন, যুগে যুগে এই ধরনের আগ্রাসন, প্রতিবন্ধকতা ও নিপীড়ন থাকবে। তবুও আমাদের দেশের জন্য সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে। জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল আবসার স্বাধীনতার পর বাংলাদেশ কতটুকু এগুলো তা পর্যালোচনা করার সময় এসেছে উল্লেখ করে বলেন, অর্থনৈতিক স্বাধীনতা, সুশাসন প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িক রাষ্ট্রগঠনে আমরা কতটুকু নিজেরা ভূমিকা রাখতে পেরেছি তা নিয়ে ভাবতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, লেকচারার রাশেদা ফেরদৌস, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা