১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
রানাসহ দোষীদের শাস্তি দাবি

সাভারে রানা প্লাজার সামনে আলোচনা সভা আলোকচিত্র প্রদর্শনী

সাভারে রানা প্লাজার সামনে আলোকচিত্র প্রদর্শনী : নয়া দিগন্ত -

সাভার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজা (ভবন) ধসের ঘটনায় গতকাল শুক্রবার বাংলাদেশ গার্মেন্টশ্রমিক সংহতির উদ্যোগে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি। এ সময় এ ঘটনায় দোষীদের শাস্তি, দাবি বর্তমান পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি এবং ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে হাজারো শ্রমিকের মৃত্যুর ঘটনায় বার্ষিক উপলক্ষে গতকাল মাসব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি উদ্বোধন করা হয়। বক্তারা এ সময় বলেন, মাসব্যাপী আয়োজনের সূত্রপাত ২৪ মার্চ শুরু হয়েছে রানা প্লাজার সামনে এবং শেষ হবে ২৪ এপ্রিল এই রানা প্লাজার সামনেই। নেতারা বলেন, ২০১৩ সালে রানা প্লাজা ধসে হাজারো শ্রমিক প্রাণ হারায়। অথচ ১০ বছরেও শাস্তি হয়নি দোষী মালিক সোহেল রানাসহ জড়িতদের। বিচারের এই দীর্ঘসূত্রতা প্রমাণ করে, বাংলাদেশের শ্রমিকদের জীবনের মূল্য নেই মালিক, সরকার ও বায়ারের কাছে। রানা প্লাজা ধসে এক দশক হতে চলেছে ক্ষতিপূরণের আইনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি, আহত অনেকেই এখনো শারীরিক ও মানসিক ক্ষতের চাপ বয়ে বেড়াচ্ছেন। রানা প্লাজার ঘটনার পর মালিক সরকার বায়ার শ্রমিকের নিরাপত্তা, মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার নিয়ে অনেক কথা বলেছেন। বাস্তবে পোশাক খাত ও মালিকদের উন্নয়ন হলেও উন্নতি হয়নি শ্রমিকের জীবন মানের। মাত্র ৮০০০ টাকায় সস্তা মজুর হিসাবে পোশাক শ্রমিকরা নিদারুণ সময় পার করছে। বাজারে ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির কারণে। নেতারা আরো বলেন, আজ থেকে ১১২ বছর আগে ২৫ মার্চ আমেরিকার নিউ ইয়র্ক শহরে ট্রায়েঙ্গেল কারখানায় আগুন লেগে প্রাণ হারায় ১৪৬ জন তরুণ শ্রমিক। পোশাক কারখানার সূত্রপাত যে আমেরিকা শহরে সেখানে ঘটে এমন ঘটনা। এর সাথেই যুক্ত আছে আমেরিকা-ইউরোপ থেকে এশিয়া, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার মতো মহাদেশে পোশাক কারখানা স্থানান্তরের কারণ। মহাসমুদ্রের ওপার থেকে এপারে কারখানা স্থানান্তর আমাদের দেশের তরুণদের জীবনে কী প্রাপ্তিযোগ ঘটিয়েছে তা ইতিহাসের পথ ধরে এই প্রদর্শনীতে দেখা যাবে। নেতারা বলেন, অবিলম্বে রানা প্লাজার দোষীদের শাস্তি, ক্ষতিপূরণের আইন বদল এবং বাংলাদেশের পোশাক শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানান আলোচনায়। এ সময় গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার ও সাধারণ স¤পাদক বাবুল হোসেনসহ রানা প্লাজার স্বজন, শ্রমিকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement